গত ২৩-২৭ জুলাই ২০২২ বাংলাদেশ জাতীয় জাদুঘরের ‘নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে’ হয়ে গেল স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্থাপত্য বিভাগের এ বছরের বড় আয়োজন ‘আর্কফেস্ট-২০২২। এবারের আর্কফেস্ট-২০২২ এর প্রতিপাদ্য বিষয় ছিল- ‘Threshold (দোরগোড়া), Transition (পরিবৃত্তি) & Transformation (রুপান্তর)’। করোনাকালীন সময়ে আমাদের জীবনযাত্রা এবং সমাজে যেসব পরিবর্তন এবং পরিমার্জন ঘটেছে সে সমস্ত সমস্যাগুলো স্থাপত্যে যে নতুন মাত্রা যোগ করেছে তা থেকেই এই প্রতিপাদ্যের উৎপত্তি। পাঁচদিন ব্যাপী এই আয়োজন বাংলাদেশ জাতীয় জাদুঘরে হবার কারণে সাধারণ মানুষের কাছে স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সৃজনশীলতার সাথে পরিচিত হবার সুযোগ ঘটে।
২৩ জুলাই সকাল ১০.৩০ থেকে স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান প্রফেসর ড. সাজিদ বিন দোজার সূচনা বক্ত্যবের মাধ্যমে ‘কবি সুফিয়া কামাল মিলনায়তনে’ অনুষ্ঠান আরম্ভ হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য মহোদয় জনাব প্রফেসর ড. আনোয়ারুল কবির। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাননীয় উপ-উয়াচার্য প্রফেসর ড. নওয়াজিয়া ইসলাম, স্টেট ইউনিভার্সিটি স্থাপত্য বিভাগের উপদেষ্টা প্রফেসর স্থপতি শামসুল ওয়ারেস, বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের প্রেসিডেন্ট স্থপতি মুবাশ্বের হোসেন এবং এশিয়ান পেইন্টসের জেনারেল ম্যানেজার বুধাদিত্য মুখার্জি। বেলা ১২টায় ‘নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে’ ফিতা কেটে আর্কফেস্টের উদ্বোধন করেন কবি মোহাম্মদ নূরুল হুদা। দেশবরেণ্য স্থপতি এবং বিশিষ্টজনেরা গ্যালারীতে স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের প্রকল্প প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। এসময় আগত অতিথিরা আর্কফেস্টের মত বিশাল কর্মযজ্ঞ আয়োজনের জন্য স্টেট ইউনিভার্সিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আর্কফেস্ট-২০২২ প্রদর্শনী উদ্বোধনের পর বেলা ১২.৩০ থেকে ‘কি-নোট স্পিকার’ হিসাবে বক্তব্য রাখবেন আগা খান স্থাপত্য পুরষ্কার বিজয়ী স্থপতি মেরিনা তাবাসসুম।
পাঁচদিন ব্যাপী আয়োজনের ৩য় দিন ছিল ‘ডিজাইন শেরেট’ শীর্ষক স্থাপত্য সমস্যা সমাধানমূলক প্রতিযোগিতা যা স্টেট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। উক্ত ‘ডিজাইন শেরেটে’ বাংলাদেশের প্রায় ০৮ টি স্কুলের ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সকাল ১১.৩০ এ প্রফেসর ড. শামসুল ওয়ারেস এবং স্থাপতি তানজীম হাসান সেলিম ডিজাইন শেরেটের থিম ঘোষণা করেন। আগত সকল ছাত্রছাত্রীর প্রাণচঞ্চল পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. সামসুল ওয়ারেসের লেকচার সিরিজের মাধ্যমে দিনব্যপী আয়োজনের সমাপ্তি ঘটে।
আর্কফেস্টের ৪র্থ দিন স্টেট ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে স্থাপত্য বিভাগের বর্তমান এবং এ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে ‘কালচারাল নাইট’ এবং ‘গালা ডিনার’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আরম্ভ হয় স্টেট ইউনিভার্সিটির বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের গান, কবিতা, নাচ সহ অনান্য পরিবেশনার মাধ্যমে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসাবে ছিল বাংলাদেশের ব্যতিক্রমধর্মী গানের ব্যান্ড ‘জলের গান’।
আর্কফেস্ট-২০২২ এর সমাপনী অনুষ্ঠান আরম্ভ হয় কবি সুফিয়া কামাল মিলনায়তনে, বেলা ০৩.৩০ থেকে প্রফেসর স্থপতি রফিক আজমের ‘কী-নোট স্পিচের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য মহোদয় জনাব প্রফেসর ড. আনোয়ারুল কবির। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের মাননীয় উপ-উয়াচার্য প্রফেসর ড. নওয়াজিয়া ইসলাম, স্টেট ইউনিভার্সিটি স্থাপত্য বিভাগের উপদেষ্টা প্রফেসর স্থপতি শামসুল ওয়ারেস এবং এশিয়ান পেইন্টসের জেনারেল ম্যানেজার বুধাদিত্য মুখার্জি। স্টেট ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের প্রধান প্রফেসর ড. সাজিদ বিন দোজা তার বক্তব্যে আগত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্থাপত্য বিভাগের শিক্ষকবৃন্দ, স্থাপত্য বিভাগের ছাত্রছাত্রী এবং আর্কফেস্ট এর প্রধান পৃষ্ঠপোষোক এশিয়ান পেইন্টসকে এই আয়োজনকে সফল করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্টেট ইউনিভার্সিটি আয়োজিত ‘ডিজাইন শেরেট’ এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং মাননীয় মেয়র ব্যরিষ্টার ফজলে নূর তাপস বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এর মাধ্যমেই পাঁচদিন ব্যাপী আর্কফেস্ট-২০২২ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। গ্যালারীতে আগত অতিথিরা ‘কমেন্টস বুকে’ আর্কেফেস্ট-২০২২ আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন যা স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সাথে সম্পৃক্ত সকলকে অনুপ্রাণিত করেছে।