arrow_forward

Flash News

arrow_back

Flash News

এস ইউ বি ইন্টার-ডিপার্টমেন্ট স্পোর্টস টুর্নামেন্ট ২০২৩

এস ইউ বি ইন্টার-ডিপার্টমেন্ট স্পোর্টস টুর্নামেন্ট ২০২৩




স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে আজ থেকে শুরু হয়েছে ২০২৩ সালের ইন্টার-ডিপার্টমেন্ট স্পোর্টস টুর্নামেন্ট। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টনসহ বেশ কয়েকটি খেলায় প্রতিযোগিতা করছে।

দুই-দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক মোঃ আলী নকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ফুটবলার কায়সার হামিদ ও ক্রিকেটার হাবিবুল বাশার। আর টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্পোর্টস ডিরেক্টর জাভেদ ওমর বেলিম।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ডঃ হাসান কাওসার, রেজিষ্ট্রার অধ্যাপক ডঃ সাজিদ বিন দোজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগামীকাল এই টুর্নামেন্টের সমাপনী দিন। এই দিনে বেশ কয়েকটি খেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডাঃ নওজিয়া ইয়াসমিন।

News

***LL.B. Admission Written Test Result Published for Spring-2024 Semester *** ***Admission going on for Spring 2024*** ***Congratulations! to all the newly enrolled advocates from State University of Bangladesh*** ***Career Opportunity: www.sub.edu.bd/career***
cancel arrow_drop_up